#অ্যারোমেটিক অংশ থেকে ফাইনালে একটি প্রশ্ন থাকবে তাই কিভাবে সৃজনশীল ধরতে তার জন্য কিছু টাইপ দেওয়া হল:
.
#Type 1: ইথাইন থেকে বেনজিন প্রস্তুুতির বিক্রিয়া এবং বেনজিনের ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনের সমন্বয়ে সৃজনশীল : উদ্দীপকে ইথাইন এবং ইথানের সাথে আয়রন প্রভাবক ও তাপমাত্রা ৪৫০ ডিগ্রি দেওয়া থাকবে এবং উৎপাদকে X অথবা Y দ্বারা চিহ্নিত করে দিবে।এই রকম শর্ত উদ্দীপকে থাকলে বুঝতে X অথবা Y হলো বেনজিন।
পরবর্তী যে শর্তটি উদ্দীপকে দেওয়া থাকবে তা হল X বা Y এর ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশ। এই শর্ত দেখে বুঝাতে হবে এটি টলুইন। মনে রাখবে টলুইন ও বেনজিনের মধ্যে টলুইন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় অধিক সক্রিয়।
.
#Type 2: ফেনল থেকে বেনজিন প্রস্তুুতি এবং ফেনল ও বেনজিনের মধ্যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় সক্রিয়তার তুলনামূলক সৃজনশীল: ফেনল কে দস্তার গুড়ার(Zn) সাথে উওপ্ত করলে Zn ফেনল হতে OH অপসারন করে বেনজিন তৈরি করবে।
মনে রাখবেন, বেনজিন ও ফেনলের মধ্যে ফেনল ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় অধিক সক্রিয়। কারণ ফেনলে আছে -OH মূলক যা অর্থ-প্যারা নির্দেশক।
.
#Type 3: বেনজিন থেকে নাইট্রোবেনজিন প্রস্তুুতি এবং নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন প্রস্তুুতিমূলক সৃজনশীল: বেনজিনের নাইট্রেশন বিক্রিয়াটি উদ্দীপকে প্রভাবক সহ দেওয়া থাকবে। এবং উৎপাদকে X অথবা Y দ্বারা চিহ্নিত করা হবে তাহলে বুঝাতে এই X অথবা Y হলো নাইট্রোবেনজিন। এখন নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন বা প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুুত:
১)টিনের(Sn) সাথে HCl এর বিক্রিয়া করিয়ে জায়মান হাইড্রোজেন তৈরি করতে হবে অর্থাৎ Sn + HCl = SnCl2 + [H]
২)নাইট্রোবেনজিন
C6H5 -NO2 + [H] = C6H5NH2 + H2O.
.
#Type 4: টলুইন থেকে বেনজিন প্রস্তুুতি এবং টলুইন ও বেনজিনের মধ্যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় সক্রিয়তার তুলনামূলক সৃজনশীল: টলুইনকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করালে বেনজিন উৎপন্ন হয় তবে এক্ষেত্রে প্রভাবক ব্যবহার করতে প্লাটিনাম(Pt) এবং তাপমাত্রা ৬০০ ডিগ্রি সে.অর্থাৎ
C6H5 -CH3 + H2 = C6H6 + CH4.
.
#Type 5: নাইট্রোবেনজিন খেকে অ্যানিলিন এবং অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম লবণ প্রস্তুুতি এবং নাইট্রোবেনজিন ও অ্যানিলিনের মধ্যে ইলেকট্রন আকর্ষী বিক্রিয়ায় সক্রিয়তার তুলনামূলক সৃজনশীল:
নাইট্রোবেনজিন থেকে প্রথমে অ্যানিলিন প্রস্তুুত করবে তারপর অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম লবণ তৈরি করবে।
ডায়াজোনিয়াম লবণের সংকেত: C6H5 -N2Cl.
অ্যানিলিনকে HCl এর সাথে বিক্রিয়া করালে ডায়াজোনিয়াম লবণ তৈরি হবে।
মনে রাখবে, অ্যানিলিন এবং নাইট্রোবেনজিনের
.
#Type 6: বেনজিন থেকে ক্লোরোবেনজিন প্রস্তুুতি এবং ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন ও ফেনল প্রস্তুুতি মূলক সৃজনশীল: ক্লোরোকেনজিনকে অ্যামোনিয়া ও কিউপ্রাস অক্সাইডের সাথে বিক্রিয়া করালে অ্যানিলিন উৎপন্ন হয়
C6H5 -Cl + NH3 + Cu2O = C6H5 -NH2 (অ্যানিলিন)।
বেনজিন থেকে ক্লোরোবেনজিন প্রস্তুুতি:
C6H6 + Cl2 = C6H5 -Cl
ক্লোরোবেনজিন থেকে ফেনল প্রস্তুুতি:
১ম ধাপ:
C6H5 -Cl + NaOH = C6H5 -ONa + NaCl
২য় ধাপ:
C6H5 -ONa + HCl = C6H5 -OH(ফেনল)।
.
#Type 7: টলুইন থেকে বেনজালডিহাইড প্রস্তুুতি এবং বেনজালডিহাইডের ক্যানিজারো বিক্রিয়া মূলক সৃজনশীল:
টলুইনকে ম্যাঙ্গানিজ ডাই অক্মাইড(MnO2) দ্বারা জারিত করলে বেনজালডিহাইড তৈরি হয়।
মনে রাখবে, ক্যানিজারো বিক্রিয়া দেয়;
১)মিথান্যাল
২)বেনজালডিহাইড
৩)ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড
.
#Type 8: অ্যানিলিনের নাইট্রেশন ও কার্বিল অ্যামিন বিক্রিয়া মূলক সৃজনশীল:
অ্যানিলিনকে নাইট্রেশন করলে মেটা নাইট্রোঅ্যানিলি
অ্যানিলিনকে নাইট্রেশন করলে মধ্যবর্তী একটি অস্থায়ী যৌগ তৈরি হয়, যৌগটির নাম অ্যানিলিয়াম বাইসালফেট যা মেটা নির্দেশক তাই নাইট্রোমূলক যখন অ্যানিলিনকে আক্রকন করে মেটা অর্থাৎ ৩ নং কার্বন বরাবর তাই মেটা নাইট্রোঅ্যানিলি
*মনে রাখবে, কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয়:
১)অ্যানিলিন বা প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন
২)প্রাইমারি অ্যালিফিটিক অ্যামিন
৩)ক্লোরোফরম
.
#Type 9: ডাউ পদ্বতিতে ফেনল প্রস্তুুতি এবং ফেনল থেকে প্যারাসিটামল ও অ্যাসপিরিন প্রস্তুুতি মূলক সৃজনশীল :
.
#Type 10: ফেনল থেকে ক্লোরোবেনজিন প্রস্তুুতি এবং অ্যানিলিন থেকে ফেনল প্রস্তুতি মূলক সৃজনশীল।
.
#Type : 11 ফেনল ও ডায়াজোনিয়াম লবণের যুগলায়ন বিক্রিয়া
.
**বি.দ্র: উল্লিখিত ১১ টাইপের তথ্য গুলো ভালো করে পড়লে অ্যারোমেটিক অংশ থেকে যেভাকেই সৃজনশীল প্রশ্ন করা হোক সহজে উওর দেওয়া যাবে। উল্লিখিত তথ্যগুলো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন।
#collected by-Mahasin

No comments:
Post a Comment