Wednesday, February 14, 2018

-মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যা যা অবশ্যই জানতে হবে তোমাকে




মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যা যা জানা দরকার...
এই পোষ্ট অনেক বার দেওয়া হয়ছে আবার ও দিলাম:
প্রশ্ন: মেডিকেলের পরীক্ষা হয় কত মার্কের?
উ: ৩০০ মার্কের জিপিএ ২০০, ভর্তি পরীক্ষা ১০০.
প্রশ্ন: ভর্তি পরীক্ষায় পাশ মার্ক কত?
উ: ৪০ মার্ক।
@n
প্রশ্ন: মেডিকেলে পরীক্ষা দিলে কত পয়েন্ট লাগে?
উ: এসএসসি+এইচএসসি মিলে ৯ পয়েন্ট মোট জিপিএ এর উপর ২০০ মার্কস।
@n
প্রশ্ন: এসএসসি এবং এইচএসসির ২০০মার্কস কিভাবে বের করবো?
উ: এসএসসি মোট জিপিএ*১৫ এবং এইচএসসির মোট জিপিএ*২৫. ssc=75 hsc=125 total=75+125=200.
@n
প্রশ্ন: কোন কোন সাবজেক্ট পরীক্ষা হয় এবং কোন সাবজেক্টে কত মার্ক?
উ: জীব বিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থবিজ্ঞান-২০,@n ইংরেজী-১৫, সাধারণ জ্ঞান-১০ এই হলো ভর্তি পরীক্ষার মোট নম্বর ১০০।
@n
প্রশ্ন: কোন কোন লেখকের বই পড়বো?
উ: প্রাণি বিজ্ঞান- আজমল স্যার, উদ্ভিদ বিজ্ঞান- আবুল হাসান স্যার, রসায়ন ১ম- সুঞ্জিত কুমার গুহ স্যার, রসায়ন ২য়- হাজারী স্যার, পদার্থ বিজ্ঞান- ইসহাক স্যার, ইংরেজী- Apex, সাধারণ জ্ঞান- মেডিজ্ঞান কোষ/ MP3।
@n
আশা করি এ নিয়ে আর কারো কোনো কনফিউজড থাকবে না।
যদি আরও কিছু জানার থাককে কমেন্ট করো।
পোষ্ট-এইচ এম মহসিন

পো

3 comments:

  1. Sudu GPA 9 pailai hoba na r o kno condition asap ar optional sub bada ke, 9 pata hoba,,????

    ReplyDelete
  2. Sudu GPA 9 pailai hoba na r o kno condition asap ar optional sub bada ke, 9 pata hoba,,????

    ReplyDelete