#রসায়ন২য় পত্রের ৪র্থ অধ্যায়(তড়িৎ রসায়ন) হতে ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য টাইপ আকারে দেওয়া হল:
#গাণিতিকসমস্যা:#Type1: কপার সালফেট দ্রবণে এক ঘন্টা ধরে 5.0 A বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কি পরিমান কপার জমা হবে?*সমাধান: সূত্র, W = Mit ÷ nFএখানে, M = কপারের পারমাণবিক ভরi = তড়িৎ প্রবাহt = তড়িৎ প্রবাহের সময়n = কপারের যোজ্যতাF = 96500w = কি পরিমান কপার জমা হবে।
#Type 2: জিঙ্ক, কপার ও সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নির্নয় কর।*সমাধান: সূএ: তড়িৎ রসায়নিক তুল্যাঙ্ক = M ÷ nFএখানে, M = মৌলের পা: ভরn = মৌলের যোজ্যতাF = 96500মনে রাখবে, জিঙ্কের যোজ্যতা ২কপারের যোজ্যতা ২সিলভারের যোজ্যতা ১হাইড্রোজেনের যোজ্যতা ১
#Type 3: তুঁতের জলীয় দ্রবণের মধ্য দিয়ে 160 mA শক্তির বিদ্যুৎ 40 মিনিট ধরে চালনা করলে তড়িৎদ্বারে সন্ঞিত কপার পরমানুর সংখ্যা কত?*সমাধান: সূত্র: W = Mit ÷ nFকপার পরমানুর সংখ্যা = WN÷Mএখানে, N = অ্যাভোগাড্রো সংখ্যাM = কপারের পা: ভর**ইলেকট্রনের চার্জ হিসাব করার সূত্র :NE = nFএখানে, N = অ্যাভোগাড্রো সংখ্যাn = 1F = 96500E = ইলেকট্রনের চার্জ
#Type 4: কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে 2 amp বিদ্যুৎ কতক্ষণ ধরে চালনা করলে 2.368 গ্রাম কপার সন্ঞিত হবে?*সমাধান: সূত্র: W = Mit ÷ nF
#Type 5: বিক্রিয়ার স্বত্ব:স্ফূর্তত া বিষয়ক:প্রশ্ন: লৌহ নির্মিত পাত্রে CuSO4 দ্রবণ সংরক্ষণ করা যাবে ন কি না যাচাই কর।*সমাধান: যে পদার্থ নির্মিত পাত্রে রাখা হবে ঐ পদার্থ নির্মিত পাত্রটি হবে অ্যানোড এবং পাত্রে যে দ্রবন রাখা হবে তা হল ক্যাথোড।কোষ বিভব(e.m.f) = E(জারন) + E(বিজারন)যদি e.m.f < 0 হয় তাহলে পাত্রে দ্রবণ রাখা যাবেযদি e.m.f > 0 হয় অর্থাৎ e.m.f এর মান ধনাত্মক হয় তাহলে পাত্রে দ্রবণ রাখা যাবে না।
#Type 6: নার্নেষ্ট সমীকরণ ব্যবহার করে কোষের তড়িৎচালক বল গননা।
#Type 7: লবণ সেতুর ভূমিকা
#Type 8: হাইড্রোজেন ফু্য়েল সেলের কার্যপ্রণালি।
#T ype 9: লেড স্টোরেজ ব্যাটারির কার্যপ্রণালি ও রিচার্জ প্রক্রিয়া।#Type 10: তড়িৎ রসায়নিক কোষের সাংকেতিক চিহ্ন ও নিয়মাবলী।&সম্পর্ক।
#সংগৃহীত পোষ্ট
#পোষ্ট-এইচ এম মহসিন(Admin at Joygan)
#Contact-01780051627

No comments:
Post a Comment